মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ - ০৮:৩১
আল-আকসা রক্ষায় বিশ্ব মসজিদ দিবসে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান

একজন ইরানি আলেম বিশ্বজুড়ে মসজিদগুলোর মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আল-আকসা মসজিদকে চলমান ইসরাইলি আগ্রাসন থেকে রক্ষায় সমন্বিত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল্লাহ জাকের, যিনি হাওজা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বলেন, “ইসলামি বিশ্বের মসজিদগুলোর মধ্যে যোগাযোগ আংশিক ও সাময়িক ছিল। ধারাবাহিক সহযোগিতার অভাবে আল-আকসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামের অবস্থান সঠিকভাবে প্রতিফলিত হয়নি, কার্যকরও হয়নি।”

বিশ্ব মসজিদ দিবসের প্রেক্ষাপট
১৯৬৯ সালের আগস্টে এক জায়নিস্ট উপনিবেশকারীর অগ্নিসংযোগে আল-আকসা মসজিদের প্রায় ১,৫০০ বর্গমিটার এলাকা পুড়ে যায়। এই মর্মান্তিক ঘটনার পর ২০০৩ সালে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC), ইরানের উদ্যোগে, প্রতি বছর ২১ আগস্টকে বিশ্ব মসজিদ দিবস ঘোষণা করে। উদ্দেশ্য ছিল—সে ট্র্যাজেডির স্মরণ এবং ইসলামি পবিত্র স্থানগুলোর ওপর চলমান হুমকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি।

আল-আকসার বর্তমান পরিস্থিতি
জনাব জাকের সতর্ক করে বলেন, আল-আকসা এখনও চরম হুমকির মুখে রয়েছে। ইসরাইলি ডানপন্থি মন্ত্রিসভার সদস্য ও অবৈধ দখলদাররা নিয়মিত মুসলিম এই পবিত্র মসজিদে হামলা চালাচ্ছে।

আল-আকসা মসজিদ দখলকৃত পূর্ব আল-কুদসে অবস্থিত, যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। ১৯৬৭ সালে ইসরাইল শহরটি দখলের পর থেকেই এ স্থানটি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি পুলিশের পাহারায় ইহুদি উপনিবেশকারীরা বারবার মসজিদ চত্বরে প্রবেশ করে প্রার্থনা করে, যা দীর্ঘদিনের স্থিতাবস্থা চুক্তির লঙ্ঘন। এসব আগ্রাসন ফিলিস্তিনিদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের সর্বত্র নিন্দিত হয়েছে।

বিশ্ব মসজিদ দিবসে করণীয়
তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান—

খুতবায় আল-আকসার সমর্থনে বক্তব্য রাখা,

ব্যানার ও পোস্টারের মাধ্যমে সংহতি প্রকাশ,

কুরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন,

আল-কুদস মুক্তির জন্য সম্মিলিত নামাজ আদায় করা।

তিনি বলেন, “যে কেউ আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা রাখে, তার উচিত আল-আকসা ও বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতার জন্য সোচ্চার হওয়া।”

আধুনিক মাধ্যমের ব্যবহার
তিনি আরও বলেন, “আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কাজে লাগাতে হবে, যাতে মুসলিম সমাজগুলো আল-আকসার বিষয়ে আরও সচেতন হয়। প্রত্যেক স্তরের মানুষকে অবস্থান নিতে হবে এবং স্পষ্টভাবে জানাতে হবে যে তারা জায়নিস্ট শাসন ও বৈশ্বিক অহংকারকে প্রত্যাখ্যান করছে।”

জনাব জাকের বলেন— “বিশ্ব মসজিদ দিবসকে মুসলিম বিশ্বের ঐক্য ও আল-আকসা-ফিলিস্তিনের সর্বাত্মক সমর্থনের প্রতীক বানাতে হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha